বিএনএ, ফেনীঃ ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি। শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঞার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শর্শদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সানা উল্যাহ সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি এবিএম সেলিম, ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শর্শদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক শফিকুর রহমান আজিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, ইতালি যুবলীগ নেতা আলা উদ্দিন ভূঞা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান সম্রাট।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক।
শুরুতে চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং অতিথিদেরকে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করা হয়।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি