বিএনএ ডেস্ক:খুলনায় জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামাতো ভাই বাবর আলীকে (৪০) ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফুফাতো ভাইদের বিরুদ্ধে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তেরখাদা উপজেলার অর্জুনা বলর্ধনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তেরখাদা সদর ইউনিয়নের অর্জুনা বলর্ধনা গ্রামের মৃত বজলু শেখের ছেলে বাবর আলীর সঙ্গে তার ফুফাতো ভাই বেল্লাল ও সাহেব আলীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
দুদিন পর এ নিয়ে সালিশ মীমাংসার দিন ছিল। তবে দুই পক্ষের উত্তেজনার কারণে সেই মীমাংসা ভেস্তে যায়। এর জের ধরে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ফুফাতো ভাইয়েরা বাবর আলীর ঘাড়ের বামপাশে ধারালো রামদা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবর আলীর।
এ ঘটনায় নিহতের সহোদর সাখায়েত শেখ (৩৩) ও আজিজুল শেখকে (২৬) মারাত্মক জখম অবস্থায় তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে সন্ধ্যা সাড়ে আট টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।’