28 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » নাসির দম্পতির মামলা তদন্ত করবে পিবিআই

নাসির দম্পতির মামলা তদন্ত করবে পিবিআই

নাসির দম্পতির মামলা তদন্ত করবে পিবিআই

বিএনএ,ঢাকা:ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম। পাশাপাশি অভিযোগের বিষয় তদন্ত করে ৩০ মার্চ  প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এর আগে তামিমার স্বামী দাবি করে আদালতে মামলা করেন মো. রাকিব হাসান নামে এক ব্যক্তি।মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি শিশু কন্যা রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায়  ঘটনার বিষয়ে জানেন তিনি। মামলায় আরও বলা হয়, তামিমা-নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব এবং তার শিশু কন্যা মানসিকভাবে বিপর্যস্ত। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ হওয়া উচিত: সংস্কার কমিশন পদত্যাগ করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা সাদা পোশাকে ডিবি কাউকে আটক করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্বোদন হলো ‘রিভারস্টোন রেস্টুরেন্ট’ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! ৩৪ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও ইসরায়েল কতবার আল জাজিরার কার্যক্রম বন্ধ করেছে?