30 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৩
Bnanews24.com
Home » নাসিরকে ধিক্কার জানালেন সুবাহ

নাসিরকে ধিক্কার জানালেন সুবাহ

নাসির

বিনোদন ডেস্ক: ঘটা করে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ে নিয়ে চলছে নানা বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নাসির হোসেনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী হুমাইরাহ সুবাহ। তখন নিজেকে নাসিরের প্রেমিকা দাবি করেন এই অভিনেত্রী। ঘটনাটি বেশ আগের হলেও নাসিরের বিয়ের পর বিষয়টি পুনরায় আলোচনায় এনেছেন নেটিজেনরা। তামিমা সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করার বিষয়টিকে সুবাহ দেখছেন তার (নাসির) কর্মের ফল হিসেবে।

নাসিরের সাবেক এই প্রেমিকা ফেসবুক লাইভে বলেন,‘তামিমা যে এতোটা খারাপ আমি জানতাম না। কতটা খারাপ মহিলা হলে ৮ বছরের বাচ্চাকে রাস্তায় ফেলে এসে নাসিরের টাকা দেখে তাকে বিয়ে করতে পারে! নাসিরের বউ এই তামিমাকে রাস্তায় পেলে আমি জুতা পেটা করবো। আমি তো মনে করি নাসির ও তামিমাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো উচিত।  না হলে ওদের আগুন দিয়ে পুড়িয়ে মারা উচিত।’

নাসিরের সঙ্গে সঙ্গে তামিমার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন সুবাহ। বলেন, শুধু তামিমা না, অনেক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। এতো ভালো ভালো মেয়েদের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা … মেয়ে জুটেছে।  … চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে। এটা নাসিরের কর্মের ফল। এই নাসির ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে। এখন তার কপালেই নষ্ট মেয়ে জুটিছে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নাসির হোসাইন অনিয়মিত হয়েছেন অনেক আগে থেকেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও অতটা সুবিধা করতে পারছেন না। সম্প্রতি হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-২০ লিগেও দল পাননি এ অলরাউন্ডার। যদিও সেই নাসিরের কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছিলো আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস। সেখানেও তেমন সুবিধা করতে পারেননি দলছুট হওয়া এই আলোচিত সমালোচিত ক্রিকেটার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 140 


শিরোনাম বিএনএ