25 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিজিবি সদস্যের মরদেহ ফেরত দিলো বিএসএফ

বিজিবি সদস্যের মরদেহ ফেরত দিলো বিএসএফ


বিএনএ, যশোর: ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী  বিএসএফের গুলিতে নিহত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি’র) সদস্য রইস উদ্দিনের মরদেহ দেশে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার সময় শার্শার শিকারপুর সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের সদস্যরা।

নিহত বিজিবি’র সদস্য রইস উদ্দিনের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ (বিজিবি’র) সিও জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা।

এসময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার (ওসি) সুমন ভক্ত সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মরদেহ হস্তান্তর শেষে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। এরপর মরদেহটি যশোর ৪৯ বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে লাশের জানাজা শেষে রইস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকসা গ্রামের সাহাপাড়ায় নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোল  ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া সীমান্তে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করছিল। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন চোরাকারবারিদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে জানা যায় রইস উদ্দিন বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এবিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। পরবর্তীতে জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি’র সদস্য রইস উদ্দিন মারা গেছেন।

বিএনএনিউজ/ মোঃ সোহাগ হোসেন/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ