বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিলের লেক থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিলের লেক থেকে ভাসমান অবস্হায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল শুধু ট্রাউজার। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি একজন ভবঘুরে প্রকৃতির। তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।