28 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যে দেশে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

যে দেশে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

যে দেশে প্রতি ঘণ্টায় ৭ ডিভোর্স

বিএনএ, বিশ্বডেস্ক: সৌদি আরবে প্রতি ঘণ্টায় সাতটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে পরিসংখ্যান দফতর জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার বেড়েছিল ১২ দশমিক ৭ শতাংশ। পরবর্তী বছর ২০২১ সাল থেকে এই হার আরও বেড়েছে।

গত ১০ বছরে সৌদিতে আশঙ্কাজনকভাবে বিয়ে বিচ্ছেদ বেড়ে গেছে। সেখানে ২০১১ সালে বিয়ে বিচ্ছেদের অন্তত ৩৪ হাজার আবেদন জমা পড়ে। পরের ১০ বছরে যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দফতরের এক সৌদি কর্মকর্তা বলেছেন, বর্তমানে সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭টি ডিভোর্স হচ্ছে। দশমিক হিসেবে বলা যায়,  গত প্রায় দুই বছরে দেশটিতে প্রতি ১০টি বিয়ের ৩টিই ভেঙে গেছে।

তিনি জানান, ২০১১ সাল থেকেই সৌদি আরবে বিবাহবিচ্ছেদ বাড়ছে। ২০১০ সালে যেখানে সৌদি আরবে বিবাহবিচ্ছেদ ছিল ৯ হাজার ২৩৩টি, সেখানে তার পরের বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪ হাজারে। অর্থাৎ শতকরা হিসাবে, ২০২০ থেকে ২০২১- মাত্র এক বছরে দেশটিতে ৬০ শতাংশ বিবাহবিচ্ছেদ বাড়ে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ