বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর পক্ষে যুবলীগের প্রচার মিছিলে কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ষোলশহর ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, কথা কাটাকাটির জেরে আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়েছে।
তবে ছুরি মারার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, আজকে ষোলশহর এলাকায় একটি কনভেনশন সেন্টারে আমাদের প্রতিনিধি সভা ছিল। সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রচার মিছিল হয়েছে। মিছিলে অনেক লোক ছিল। সেখানে নালার পাশে (আদিত্য) হোঁচট খেয়ে পড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আদিত্য নন্দী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কোন মামলা হয়নি।
এদিকে আদিত্য নন্দীকে দেখতে বিকেলে তার বাসায় গেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
বিএনএনিউজ/মনির