20 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানী থেকে নব্য জেএমবি’র সদস্য গ্রেফতার

রাজধানী থেকে নব্য জেএমবি’র সদস্য গ্রেফতার

রাজধানী থেকে নব্য জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার

বিএনএ,ঢাকা:রাজধানীর মিরপুরের দারুস সালাম থানা এলাকা থেকে জঙ্গি সংগঠন নব্য জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট-সিটিটিসি।তার নাম মিনহাজ রাসেল(৩৮)।সে সিরিয়ায় যুদ্ধরত জঙ্গি সংগঠন হায়াত তাহরীর আল শামের সঙ্গে (এইচটিএস) জড়িত ছিল।পরে বাংলাদেশে এসে নব্য জেএমবির সঙ্গে জড়িত হয় মিনহাজ।

রোববার(২৪ জানুয়ারি) কাউন্টার টেরোরিজম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।সে সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। মিনহাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস)’র সদস্যদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।সে ও তার পলাতক সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিল।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তেতে জানা যায়,গত ২০২০ সালের ডিসেম্বর মাসে তুরস্ক হয়ে একজন সিরিয়া ফেরত বাংলাদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।সে বাংলাদেশে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে কথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সহিংস উগ্রবাদী জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছে।তখন থেকেই তাকে শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।যার ধারাবাহিকতায় শনিবার দারুস সালাম এলাকা থেকে মিনহাজকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গ্রেফতার হওয়া মিনহাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক।সে বাংলাদেশে জন্মগ্রহণ করার পর কিশোর বয়সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পাকিস্তান যান।সেখানেই বড় হয় সে।পরবর্তী সময়ে পাকিস্তান থেকে পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যায়। এছাড়াও, মিনহাজ বিভিন্ন সময়ে মালয়েশিয়া, ব্রুনাই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করেছে এবং ২০১৭ সালে বাংলাদেশে আসে।

একটি সূত্র জানায়, উগ্রবাদী ভাবাদর্শে দীক্ষিত হয়ে আন্তর্জাতিক উগ্রবাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা শুরু করে মিনহাজ।এ উদ্দেশ্যে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়া যাওয়া লক্ষ্যে তুরস্কে যায় সে। তুরস্কে থাকাকালীন সময়ে সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু সিরিয়ায় প্রবেশ করতে না পেরে তুরস্ক থেকে গত বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আসে মিনহাজ। দেশে ফিরে খুলনা গিয়ে আত্মগোপন করে এবং বাংলাদেশে অবস্থানরত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ