25 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

বান্দরবানে বন্য হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

বিএনএ,বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় বন্য হাতির আক্রমণে দুই যুবক নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও একজন।রোববার(২৪ জানুয়ারি)রাত ১টায় উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহতরা হলেন,মনছুর আলম (১৮) ও হুমায়ন কবির (১৭)।আহত যুবক হলেন,হাফেজ নুরুল ইসলামের ছেলে মোঃ জুবায়ের (১৮)।

স্থানীয়দের বরাত দিয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাকিব উদ্দীন জানান,আলীকদমের দুর্গম মেরাইতং পাহাড় থেকে গভীর রাতে ১১টি বন্যহাতি নেমে আসে।পরে রাত ১টার দিকে কোনাপাড়া এলাকায় বাড়ির পাশ দিয়ে যাওয়া হাতির দল হামলা করতে পারে এমন ভেবে পিছু নেয় মনছুর আলম। পরে বন্য হাতির দলটিকে দেখে ভয়ে চিৎকার দেয় মনছুর আলম।এতে হাতির দলটি ক্ষিপ্ত হয়ে মনছুর আলমকে পায়ের তলায় পিষ্ট করে।সেখানে থাকা হুমায়ন কবিরকে ছুঁড়ে মারলে ঘটনাস্থলে দু,জনের মৃত্যু ঘটে।

তিনি বলে,হাতির আক্রমনের সংবাদ পেয়ে রাত ৩টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আহত মোঃ জুবায়েরকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ