বিএনএ, লক্ষীপুর : লক্ষ্মীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সদর উপজেলার দক্ষিণ হামছাদি ও তেওয়ারীগঞ্জে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর হলো দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদের মেয়ে হাফসা আক্তার (৮) এবং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের ছেলে মো. সোহাগ (২)।
জানা গেছে, সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করে। তারা দুজন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আদুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকে আমরা মৃত পেয়েছি। পরিবারের লোকজন তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে।
বিএনএনিউজ/এইচ.এম।