20 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালখালীতে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালখালীতে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইফুদ্দিন (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ী মারা গেছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।

নিহত সাইফুদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী আপির বাপের বাড়ির মো. নুরুল আলমের ছেলে। তিনি ৪ সন্তানের জনক বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই মো. খোরশেদ আলম জানান, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কধুরখীল মুক্তিযোদ্ধা রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে সিলিন্ডারের ছড়িয়ে পড়া গ্যাসে আগুন লেগে দগ্ধ হন সাইফুদ্দিন।

সাইফুদ্দিনের বন্ধু ভাঙারির ব্যবসায়ী মো. মানিক জানান, ঘটনার দিন তারা রিভার ভিউ এলাকার একটি চায়ের দোকানে বসে তারা চা খান। এই সময় ক্রয় করা একটি পুরাতন সিলিন্ডার দেখার সময় গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লেগে যায়। এতে সাইফুদ্দিন দগ্ধ হন। তবে চা খেয়ে দোকান বের হয়ে যাওয়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান মানিক।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ