19 C
আবহাওয়া
৮:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ভিডিও কনফারেন্সে রাঙামাটিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে রাঙামাটিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী


বিএনএ, রাঙামাটি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতে জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার(২৩ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি শহরের শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।

সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে নৌপথে ও সড়কপথে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। ব্যানার-ফেস্টুনসহ নৌকা, নৌকা স্লোগানে মুখর হয়ে ওঠেছে স্টেডিয়াম।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, বিকেল ৪ টায় জনসভা অনুষ্ঠিত হবে। রাঙামাটির দশ উপজেলার মধ্যে রাঙামাটি সদর ও পৌর এলাকার পাশাপাশি কাউখালী, নানিয়ারচর, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিবেন। জনসভায় ত্রিশ হাজারের অধিক লোক সমাগম হবে বলে তিনি জানান।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ