31 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৫
Bnanews24.com
Home » শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু


বিএনএ, শরীয়তপুর: ঘন কুয়াশায় শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে এই নৌরুটের মাঝপথে নিরাপত্তার জন্য চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় পাঁচটি ফেরি রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ