25 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মা হচ্ছেন গওহর খান

মা হচ্ছেন গওহর খান


বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গওহর খান। ইতোমধ্যে তিনি সুখবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সামজিক যোগাযোগমাধ্যমে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করে সুখবরটি জানিয়েছেন তিনি।

ওই ভিডিওতে অভিনেত্রী বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার স্বামী জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর এক এক থেকে দুই হয়ে যাই। অ্যাডভেঞ্চার চলছে। আলহামদুলিল্লাহ্‌ এখন আমরা দুই থেকে তিন। এখন আপনাদের ভালোবাসা ও দোয়া প্রয়োজন।’

জানা গেছে, এটি গওহর এবং জায়েদ দম্পতির প্রথম সন্তান। করোনা মহামারির সময়ে জায়েদের সঙ্গে সম্পর্কে জড়ান গওহর খান। যদিও গওহরের চেয়ে ৯ বছরের ছোট জায়েদ। তবে বয়সের এই ব্যবধান তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। সব বাধা পেরিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

প্রসঙ্গত, বলিউডে ইতোমধ্যেই প্রায় দুই দশক পার করছেন গওহর। বর্তমানে জায়েদের সঙ্গে বেশ সুখেই সংসার করছেন অভিনেত্রী। তবে টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি—সব জায়গায়ই কাজ করেছেন তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ