বিএনএ, বিশ্বডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। তবে এজন্য অবশ্য তিনি নিজের সুস্থতার শর্ত জুড়ে দিয়েছেন।
বুধবার রাতে এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন।
তিনি বলেন, “ আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছে। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে উদ্বুদ্ধ হবো।”
জো বাইডেনের বর্তমান বয়স কমপক্ষে ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা রয়েছে আমেরিকায়। তবে তার টিমও দাবি করেছে, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
অন্যদিকে, ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র্যালি এবং সাক্ষাতকারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। আমেরিকায় এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে জো বাইডেনই সবচেয়ে বেশি বয়সের। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।