20 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আশুলিয়ায় গাড়ী চাপায় ওয়াসা কর্মী নিহত

আশুলিয়ায় গাড়ী চাপায় ওয়াসা কর্মী নিহত


বিএনএ ডেস্ক : আশুলিয়ায় কুয়াশাচ্ছন্ন অন্ধকার রাতে অজ্ঞাত গাড়ী চাপায় মোঃ আশিক খান (২৮) নামের এক ঢাকা ওয়াসার কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২ টার সময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুরের অনন্ত গার্মেন্টসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ আশিক খান টাংগাইল জেলার বাসিন্দা। তিনি ঢাকা ওয়াসার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শী মাহবুব আলম রিপন জানান, রাত ১২ টার দিকে অফিস শেষ করে বাসায় ফিরছিলেন আমি ৷ এসময় সড়কের পাশে মোটরসাইকেলসহ একটি নিথর দেহ মাটিতে পড়ে থাকতে থাকি। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে পাশের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মোটরসাইকেল আরোহী টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন৷ পেছন থেকে  ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকবাল হোসেন বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ