বিএনএ,জামালপুর : জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দুই ইউপিতে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা জমে উঠেছে। চতুর্থ ধাপে সদর ও বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা দিন রাত মাঠে চষে বেড়াচ্ছেন। প্রত্যেক প্রার্থীই জনপ্রিয়তা যাচাইয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়নে ৬ জন ও বাট্টাজোড় ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন। এছাড়া সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ১০২ জন প্রার্থী মাঠে রয়েছেন। আগামী ২৬ ডিসেম্বর এই দুই ইউনিয়নে ভোট যুদ্ধ অনুষ্ঠিত হবে।
বকশীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আলমগীর কবির আলমাছ (নৌকা), স্বতন্ত্র আবু মোতালেব মন্ডল (মোটরসাইকেল), তরুণ প্রার্থী সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হকের ছেলে মো. সুমন (আনারস), মহসিন আলী রিপন (ঘোড়া), জাহাঙ্গীর আলম (অটোরিক্সা) প্রতীকে প্রচারণা চালাচ্ছেন।
১০ বছর পর নির্বাচন হওয়ায় বাট্টাজোড় ইউনিয়নে পুরোদমে চলছে ভোটের আমেজ। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মাঠ রয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত মোখলেসুর রহমান জুয়েল তালুকদার (নৌকা),জাতীয় পার্টির মো. মুছা মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মীর মো. জহির উদ্দিন (চশমা),আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন ও স্বতন্ত্র নাজমুল হক ফরিদসহ সাতজন চেয়ারম্যান বিজয়ী হতে স্ব স্ব অবস্থান থেকে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ ১০ বছর পর উপজেলার ইউনিয়ন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি