25 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে বংশী নদীতে দখল-দূষণ, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভারে বংশী নদীতে দখল-দূষণ, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভারে বংশী নদীতে দখল-দূষণ, ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ, সাভার: সাভারে বংশী নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখল ও দুষণের দায়ে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার(২২ ডিসেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুর এবং নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সাভারে বংশী নদী দখল ও দুষণ করায় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভারের নয়ারহাট এলাকায় অভিযান চালানো হয়।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ওই এলাকার রিয়া এন্টারপ্রাইজ, আছিয়া এন্টারপ্রাইজ, খালেক এন্টারপ্রাইজ, রহমান এন্টারপ্রাইজ, মামুন এন্টারপ্রাইজ (মাসুদ), হাজী জনাব আলী এন্টারপ্রাইজ, গাজী এন্টারপ্রাইজ, একতা এন্টারপ্রাইজ ও মামুন এন্টারপ্রাইজ নামক নয়টি প্রতিষ্ঠানকে প্রত্যেককে পঞ্চাশ হাজার করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত কালাম ফ্যাশন এন্ড ওয়াশ কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য এবং আদায় করা হয়।

এসময় মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব এবং পরিদর্শক প্রতীক ইসলাম ও ফাতেমা-তুজ-জোহরা।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জহুরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বংশী নদীর তিরবর্তী এলাকায় অবৈধ দখল এবং দুষণের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ