22 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ১৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ১৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ১৬ ভারতীয় জেলে আটক

বিএনএ, খুলনা: বঙ্গোপসাগরে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় ফিশিং ট্রলারসহ ভারতের ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে আটককৃত ট্রলার ও ১৬ জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ বাংলাদেশের জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে প্রবেশ করে মাছ ধরছিল। তখন কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে। আটক জেলেদের বিরুদ্ধে মামলা করে মোংলা থানায় সোপর্দ করা হয়। এছাড়া ট্রলার থেকে জব্দ করা মাছ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার কছে হস্তান্তর করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মু. ইকবাল বাহার চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্গন আইনে মামলা দায়েরের পর আগামী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।

এদিকে, আটক ট্রলারে থাকা মাছ মোংলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের উপস্থিতে নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

এর আগে গত ২ডিসেম্বর আরও একটি ভারতীয় ট্রলারসহ ১৭ জেলেকে একই এলাকা থেকে আটক করে কোস্ট গার্ড।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ