23 C
আবহাওয়া
৬:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ডিএমপির ৮ থানার ওসিসহ ১৫ পরিদর্শকের বদলি

ডিএমপির ৮ থানার ওসিসহ ১৫ পরিদর্শকের বদলি


বিএনএ, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার মধ্যে ৮ জন পরিদর্শককে ডিএমপির বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার(২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত অফিসার ইনচার্জরা হলেন- সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেনকে অফিসার ইনচার্জ ভাষানটেক থানা, সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদ পিপিএম কে অফিসার ইনচার্জ উত্তরখান থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াসকে অফিসার ইনচার্জ উত্তরা- পশ্চিম থানা, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে অফিসার ইনচার্জ ডেমরা থানা, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুঃ মোরাদুল ইসলামকে অফিসার ইনচার্জ সবুজবাগ থানা, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ কামাল উদ্দীনকে অফিসার ইনচার্জ উত্তরা-পূর্ব থানা ও ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে অফিসার ইনচার্জ খিলক্ষেত থানা হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে, উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স এন্ড এ্যাডমিন বিভাগ, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহা পিপিএম (বার) কে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

বিএনএ/ এসকে,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ