29 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কাশ্মীর নির্বাচন : স্থানীয় দলগুলোর জয়

কাশ্মীর নির্বাচন : স্থানীয় দলগুলোর জয়

কাশ্মীর নির্বাচন : স্থানীয় দলগুলোর জয়

বিএনএ, বিশ্বডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়েছে। কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর সেখানে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিজেপি পরাজয়ের স্বাদ পেল।

নির্বাচনের ভোটগ্রহণের পর রাজধানী শ্রীনগরে কঠোর নিরাপত্তার মধ্যে তা গণনা করা হয়। কিন্তু সেখানকার রাজনৈতিক দলগুলোর জোট স্থানীয় প্রশাসনের বেশিরভাগ আসন দখল করতে সক্ষম হয়েছে।

২০১৯ সালের আগস্ট মাসে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর সেখানে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়। এর পর এই প্রথম সেখানে নির্বাচন অনুষ্ঠিত হলো। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দলের একতরফা সিদ্ধান্ত কাশ্মীরের ভারতপন্থী দলগুলোও গ্রহণ করতে পারে নি। ফলে তারা রাজনৈতিক লড়াইয়ে অপেক্ষায় ছিল।

কাশ্মীরের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই বিজয়কে রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও তাদের সমর্থকরা কাশ্মীর ইস্যুতে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে জবাব হিসেবে দেখছেন। অনেক বিশ্লেষক বলছেন, এটি সরাসরি বিজেপি’র বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বহিরপ্রকাশ।(রেডিও তেহরান)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ