25 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে শীর্তাত মানুষকে কম্বল দিল সেনাবাহিনী

রাঙ্গামাটিতে শীর্তাত মানুষকে কম্বল দিল সেনাবাহিনী

রাঙ্গামাটিতে শীর্তাত মানুষকে কম্বল দিল সেনাবাহিনী

বিএনএ,রাঙ্গামাটি:রাঙ্গমাটিতে প্রায় পাঁচ শতাধিক শীর্তাত অসহায় গরীব-দুস্থ পাহাড়ি-বাঙালিকে কম্বল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সেনা রিজিয়নের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, পিএসসি।রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার শীতার্ত লোকজন স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে রিজিয়ন কমান্ডারের হাত থেকে কম্বল গ্রহণ করেন।রিজিয়ন কমান্ডারের হাত থেকে কম্বল গ্রহণ করতে পেরে শীতার্থ মানুষগুলো উচ্ছ্বসিত মনে যে যার ঘরে ফিরে যান।

শীত নিবারণের কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।তারা জানান, শীত নিবারণ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে তাদরকে কম্বল দেয়া হয়েছে।এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এসব শীর্তাত মানুষ।

সে সময় সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি বলেন,পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তায় সেনাবাহিনী রাত দিন কাজ করে যাচ্ছে।দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী।দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর প্রতিটি ইউনিট। তারই আলোকে রাঙ্গামাটি রিজিয়নের পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের দরিদ্র্র জনগোষ্ঠীকে কম্বল দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় তাহলে অসহায় হতদরিদ্র মানুষরা শীতে কষ্ট ভোগ করবে না।তাই সমাজের সামর্থ্যবান মানুষ নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে মানুষ একটু হলেও উষ্ণতা পাবে বলে জানান বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি।

কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে.কর্ণেল মো. রফিকুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর মহিউদ্দিন ফারুকীসহ সেনা রিজিয়নের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ