বিএনএ,ঢাকা: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেমের অবস্থা সংকটাপন্ন।তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো কাজ করছে না।রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে আজিজ আল কায়সার গণমাধ্যমকে জানান, করোনা পজিটিভ হওয়ার পরে তার বাবাকে ১১ ডিসেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।যেসব গণমাধ্যম মৃত্যুর খবর প্রকাশ করেছে তা সঠিক নয়।পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।১৯৪৩ সালে বেগমগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন এই ব্যবসায়ী।১৯৬০ সালে হাসেম টোবাকো প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়ীক জীবন শুরু হয়।১৯৮৩ সালে পার্টিকেল বোর্ড মিলসের মালিকানা লাভ করেন।
এরপর এক এক প্রতিষ্ঠা করেন ড্যানিশ কনন্ডেসড মিল্ক বাংলাদেশ লিমিটেড,ড্যানিশ ফুড লিমিটেড,পারটেক্স টিস্যু লিমিটেড,পারটেক্স কোলা,স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড,পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড,পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড,পারটেক্স এডহেসিভ লিমিটেড,পারটেক্স ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড,স্টার জিপসাম বোর্ড মিলস লিমিটেড,পারটেক্স বোর্ডস অ্যান্ড ডোর্স,পারটেক্স ফার্নিচার্স,পারটেক্স বেভারেজ,পারটেক্স প্লাস্টিক্স,ঢাকাকম(আইএসপি),পারটেক্স লেমিনেট্স লিমিটেড,অ্যাম্বার পাল্প অ্যান্ড পেপার,অ্যাম্বার কটন,করভি মেরিটাইম কোম্পানি লিমিটেড,ফটোরোমা।
এম এ হাসেম দি সিটি ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক, জনতা ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান।তিনি নর্থ সাউথ ইউনির্ভারসিটি, এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।দেশের ক্রীড়াঙ্গনেও তার উল্লেখ্যোগ্য অবদান রয়েছে।
বিএনএনিউজ/আরকেসি