31 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে জেএমবির লিয়াজোঁ শাখার সদস্য গ্রেপ্তার

রাজধানীতে জেএমবির লিয়াজোঁ শাখার সদস্য গ্রেপ্তার

রাজধানীতে জেএমবির লিয়াজোঁ শাখার সদস্য গ্রেপ্তার

বিএনএ, ঢাকা : রাজধানীতে ভাটারার প্রগতি স্মরণি এলাকা থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) লিয়াজোঁ শাখার এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (২৩ ডিসেম্বর)  সাড়ে ৮টার দিকে যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য হলেন মো. ফয়সাল খান ওরফে কাঞ্চন ওরফে ফাহিম (৩৪)। ফয়সালের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুরে। তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছে এটিইউ।
গ্রেপ্তারের সময় ফয়সালের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড, ২টি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ১টি জিমেইল আইডি কার্ডের ফটোকপি ও ফেসবুকের মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনসটের ৬টি পাতা উদ্ধার জব্দ করা হয়েছে।
এটিইউ জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল পুরাতন জেএমবির লিয়াজোঁ শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত সদস্য। তিনি তার সহযোগীদের সঙ্গে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী সবাই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র বিভিন্ন স্তরের সদস্য। তারা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান-প্রদান করে বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম চালাচ্ছিলেন।
বিএনএ/এসকে, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ