24 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » দেশে নতুন করে লকডাউনের অবস্থা তৈরি হয়নি

দেশে নতুন করে লকডাউনের অবস্থা তৈরি হয়নি

করোনা সংক্রমণ বাড়ছে, সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : বিশ্বে চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন দেশে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে দেশে আপাতত লকডাউনের কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখনও দেশে লকডাউনের অবস্থা তৈরি হয়নি। আমাদের অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে দেশের একটি অক্সিজেন কারখানা বন্ধ থাকায় আমরা ভারত থেকে অক্সিজেন আমদানি অব্যাহত রেখেছি। পুনরায় কারখানা চালু না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

জাহিদ মালেক বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি দরকার হয় তাহলে এই সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের অর্থনীতিও ভালো অবস্থায় রয়েছে।

যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে চলমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের আলোচনা চলছে। প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ