25 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আগামী সপ্তাহ থেকেই আবারও শৈত্যপ্রবাহ

আগামী সপ্তাহ থেকেই আবারও শৈত্যপ্রবাহ


বিএনএ, ঢাকা : শীতের শুরুর প্রথম শৈত্যপ্রবাহ কাটতে না কাটতেই আবারও শৈত্যপ্রবাহ আসতে জানান দিচ্ছে প্রকৃতি। দুই দিনে বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী শুক্র বা শনিবার থেকে আবারো সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, দুই দিনে বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে আবারো দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা আছে।

বুধবার (২৩ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ