24 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম আওয়ামী লীগের অস্ত্রধারী সেই ক্যাডার গ্রেফতার

চট্টগ্রাম আওয়ামী লীগের অস্ত্রধারী সেই ক্যাডার গ্রেফতার

চট্টগ্রাম আওয়ামী লীগের অস্ত্রধারী সেই ক্যাডার গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করে আলোচনায় আসা সন্ত্রাসী তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ভাইরাল হওয়া সেই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (২২ নভেম্বর) সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে সন্ত্রাসী তৌহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুত্র জানা যায়, গ্রেফতার তৌহিদ চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার মো. সেকান্দরের ছেলে। সে যুবলীগের রাজনীতিতে জড়িত থাকলেও কোন পদপদবী থাকার বিষয় নিশ্চিত হওয়া যায়নি। তবে মূলত চান্দগাঁও এলাকার কাউন্সিলে যুবলীগ নেতা এসরালের অনুগত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই হত্যা মামলা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তৌহিদ। ওই দিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়ে সে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘তাকে (গ্রেপ্তার আসামি) জিজ্ঞাসাবাদে সে জানায় তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আর তৌহিদ একজন পেশাদার সন্ত্রাসী এবং ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।’

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ