30 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় শিফা হাসপাতালের পরিচালক ও সার্জন গ্রেপ্তার

গাজায় শিফা হাসপাতালের পরিচালক ও সার্জন গ্রেপ্তার


বিএনএ, গাজা: গাজার শিফা হাসপাতালের প্রধান ও সার্জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা।

আল-মায়াদিন নেটওয়ার্ক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আজ জানিয়েছে, আশ-শিফা হাসপাতালের প্রধান মুহাম্মাদ আবু সালিমা এবং ওই হাসপাতালের একজন সার্জন ডাক্তারকে ইসরাইলি সেনারা ধরে নিয়ে গেছে।

মায়াদিন আরও জানিয়েছে খান ইউনূসের একটি স্কুল যুদ্ধে আহত উদ্বাস্তুদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনারা ইন্দোনেশিয় হাসপাতালের পাশ্ববর্তী টাওয়ারের ওপর উঠে বেসামরিক লোকজনের ওপর গুলি চালাচ্ছে।

ইন্দোনেশিয় হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল ৪শ ৫০ রোগী ওই হাসপাতাল ছেড়ে গেছে। আর মাত্র ২০০ রোগী এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রতিটি অ্যাম্বুলেন্স ৬ থেকে ৭জন রোগী বহন করছে।

অন্যদিকে, আল-মায়াদিন জানিয়েছে, গাজার কেন্দ্রীয় এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মায়াদিনের সাংবাদিক জানিয়েছে ইহুদিবাদী জঙ্গিবিমানগুলো ফিলিস্তিনিদের কৃষি জমি এবং আবাসিক বাড়িগুলিকে লক্ষ্যবস্তু করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ