বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ১৮ পরিবারের বসতঘর। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জানালী মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে ১৪টি সেমিপাকা ও ৪টি কাঁচা ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি।
বিএনএনিউজ/ বাবর মুনাফ