বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনা আরোহী তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যাত্রাবাড়ী মাতুয়াইল আলিয়া মাদরাসার শিক্ষার্থী উম্মে হাবিবা (১১), নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা শামসুন্নাহার (৫০) ও ডেমরা কোনাপাড়া শাখার আইএফআইসি ব্যাংকের সহকারী অফিসার আসিফ হোসেন।
আহতরা হলেন- বাস চালক শামীম হোসেন (৩৭), মইনুদ্দিন (৩৬) ও আবুল হোসাইন (৩০)।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনএনিউজ/ বিএম