ইন্দোনেশিয়ায় চলমান ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের ( FIFA U-17 World Cup) কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হচ্ছে ২৪ নভেম্বর। ফাইনাল খেলার মধ্যে দিয়ে আসরের সমাপ্তি ঘটবে ২ ডিসেম্বর ২০২৩। এরই মধ্যে ফুটবল প্রেমিকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এবার কে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে,কে পেতে যাচ্ছেন গোল্ডেন বুট নানা কথা।
গোল্ডেন বুট প্রাপ্তির প্রতিযোগিতায় এবার এগিয়ে আছেন আর্জেন্টিনার অগাস্টিন রবার্তো ( Agustin Ruberto)। তিনি টূর্ণামেন্টে এ পর্যন্ত (কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত) সর্বোচ্চ ৫গোল করেছেন।
৪টি করে গোল করেছেন :
কাউয়া ইলিয়াস – ব্রাজিল আমিরবেক সাইদভ – উজবেকিস্তান রেন্টো তাকাওকা – জাপান
৩টি করে গোলদাতারা হলেন:
এস্তেভাও – ব্রাজিল, জোয়েল এনডালা – ইংল্যান্ড, মাহামুদ ব্যারি – মালি, স্টেফানো ক্যারিলো – মেক্সিকো, জোয়ান টিনক্রেস – ফ্রান্স, নিমফাশা বার্চিমাস – মার্কিন যুক্তরাষ্ট্র, মামাদু ডুম্বিয়া – মালি, ইদ্রিসা গুয়ে – সেনেগাল, ম্যাক্স মোরস্টেড – জার্মানি, রায়ান – ব্রাজিল, মাইকেল বারমুডেজ – ইকুয়েডর।
২০১৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী হন নেদারল্যান্ডস এর সন্টজে হ্যানসেন।
বিএনএ,এসজিএন