27 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

বিএনএ, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় ডাম্পার-সিএনজি ট্যাক্সির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার এঁওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছোটন দাশ (৪৫) ও তার ছেলে সুব্রত দাশ (৬)। তাদের বাড়ি বান্দরবানের কালাঘাটায়।

আহতরা হলেন- মোহাম্মদ পারভেজ (৩৭), মর্তুজ আলী (৩২), সোনালী জলদাশ (৩৫)। এরমধ্যে আহত সোনালী জলদাশ নিহত ছোটন দাশের স্ত্রী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বান্দরবানের কালাঘাটা থেকে বাঁশখালীর কালীপূরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান তারা। মঙ্গলবার সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। তাদের উদ্ধার করে বাঁশখালী আধুনিক হাসপাতাল ও স্থানীয় ‘মা ও শিশু হাসপাতালে’ নেয়া হয়। পরে বিকেলে ৫টা ২০ মিনিটে আধুনিক হাসপাতালে শিশু সুব্রত দাশের মৃত্যু হয়। কিছুক্ষণ পরেই মা ও শিশু হাসপাতালে পিতা ছোটন দাশের মৃত্যু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ