27 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » যুবককে হাত-পা বেঁধে চেয়ারম্যানের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

যুবককে হাত-পা বেঁধে চেয়ারম্যানের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

যুবককে হাত-পা বেঁধে চেয়ারম্যানের নির্যাতনের প্রতিবাদে

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হাত-পা বেঁধে চেয়ারম্যানের নির্যাতনের ঘটনার প্রতিবাদে  মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর এলাকায় প্রায় শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শান্তি কমিটির ভয়ে আমরা কথা বলতেও ভয় পাই। তারা যে কাউকেই মারধর করে এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। গতকালও ইসরাফিল নামে একজনকে মারধর করেছে। এলাকাবাসী এসব দেখে ভীত।

তারা বলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখনো শপথও নেননি তিনি। অথচ তার লোকজন এলাকাজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যাকে তাকে এমন মধ্যযুগীয় কায়দার মারধর করছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেনো অন্য কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

এতে ভুক্তভোগী যুবক ইসরাফিলের ভাই আউয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সোমবার বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর চৌরাস্তা এলাকায় নির্বাচনী বিরোধের জেরে নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে ইসরফিল নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে থানা পুলিশ এসে চেয়ারম্যানসহ ১২ জনকে গ্রেফতার করে। রাতে চেয়ারম্যান মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ২৪ জনের নামে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ