20 C
আবহাওয়া
৮:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শান্তি ও মানবতার মুক্তির মিশনে মহানবীর (দ.) আবির্ভাব

শান্তি ও মানবতার মুক্তির মিশনে মহানবীর (দ.) আবির্ভাব

ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম

ওমান:  বর্বরতা ও হানাহানির বিপরীতে শান্তি, ইনসাফ, সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানবতার মুক্তির মিশন নিয়ে পৃথিবীতে মহানবীর (দ.) এর আবির্ভাব ঘটেছে। পৃথিবীর সবচেয়ে বর্বর অসভ্য মানুষের সামনে ইসলামের আলো দেখান ও সঠিক রাস্তার সন্ধান দেন তিনি। মহানবীর (দ.) আগমনে পৃথিবীতে শান্তি নেমে আসে। মানুষ পায় মুক্তির দিশা।

বক্তারা আরো বলেন, মহানবীর (দ.) শুভাগমনে আনন্দ-খুশির প্রকাশই হচ্ছে ঈদে মিলাদুন্নবী (দ.)। মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমন মানবজাতিসহ সমস্ত সৃষ্টিজগতের জন্য আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহস্বরূপ। তাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশের জন্যই আমরা ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করি।

২১ নভেম্বর বিকালে ওমানে ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরাম এর ব্যবস্থাপনায় মাস্কাট রুই আল ফালাক রেস্টুরেন্টে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ফোরামের সভাপতি নাছের আহমেদ লিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম আদরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের দাওয়াহ্ সম্পাদক হাফেজ মুহাম্মদ জহুরুল ইসলাম। নাতে রাসূল (দ.) পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ গোলাম মোস্তফা দৌলত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুন্দরপুর গ্লোবাল শাখার সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন বাপ্পী। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি আল্লামা আব্দুস সালাম আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা নাজমুল হক ফারুকী, মাওলানা বেলাল হোসাইন আজমেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুফি মুহাম্মদ মাহাবুব, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল রেজা, রাঙ্গুনিয়া ইউনাইটেড সমিতির মহাসচিব হোসাইন কবির মামুন, গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় পরিষদের জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ রোকন উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, সদস্য আকবর ফারুকী।

উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাকিল সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান মিয়াজী, মাহাবুব আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুহাম্মদ কাউসার হামিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রুকন উদ্দিন, সদস্য মুহাম্মদ ইসমাইল, শাহিন আলম, মুহাম্মদ রাজু, মুহাম্মদ নজরুল সহ প্রমুখ।

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর