25 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নারী বিশ্বকাপ বাছাই : ইউএসএকে ২৬৯রানে হারাল বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাই : ইউএসএকে ২৬৯রানে হারাল বাংলাদেশ

বাংলাদেশ বনাম ইউনাইটেড স্টেট অব আমেরিকা(ইউএসএ), বাংলাদেশ সময় দুপুর দেড়টা। সানরাইজ স্পোর্টস ক্লাব হারারে।

বিএনএ স্পোর্ট ডেস্ক:  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ওমেন্স ক্রিকেট ওর্য়াল্ড কাপ ২০২১ এর বাছাই পর্বের(ICC WOMEN’S CWC QUALIFIERS) ৫ম খেলা চলছে। বাংলাদেশ নারী ক্রিকেট দল বনাম ইউনাইটেড স্টেট অব আমেরিকা(ইউএসএ) নারী ক্রিকেট দলের(BD Vs USA )মধ্যেকার খেলা বাংলাদেশ সময় মঙ্গলবার(২৩নভেম্বর) দুপুর দেড়টায় জিম্বাবুয়ের রাজধানী হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হয়েছে। টস জিতে ইউএসএ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৫০ওভারের এই খেলায় বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫০ ওভার খেলে ৫ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে।জবাবে খেলতে নেমে ইউনাইটেড স্টেট অব আমেরিকা(ইউএসএ) নারী ক্রিকেট দল ৩০.৩ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৫৩রান সংগ্রহ করতে সক্ষম হয়।  ফলে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২৬৯রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

ওপেনার মুশির্দা খাতুন ৫৬বলে ৪৭রান করে আউট হন। নিগার সুলতানা ২৬বলে ৩৩রান নেন।  শারমিন আক্তার ১৪১বলে ১৩০রান, ফারজানা হক ৬২বলে ৬৭রান, রুমানা ৪, রিতু মনি ২, লতা মন্ডল ১৭ রান পেয়েছে। বাংলাদেশের পক্ষে অতিরিক্ত রান যোগ হয় ২২।

আগের খবর : প্রথম খেলায় পাকিস্তানকে ৩উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আরও পড়ুন : ICC WOMEN’S CWC QUALIFIERS: আজকের খেলা

যুক্তরাষ্ট্রের(ইউএসএ) পক্ষে সিন্ধু(অধিনায়ক) ১৫, তারা ১৬ রান করেন। বাকিরা আরও কম রানে আউট হন।

বাংলাদেশের পক্ষে উইকেট পান সালমা ২,ফাহিমা ২, রুমানা ২, জাহানারা ১টি ।

বাংলাদেশ নারী ক্রিকেট দল একাদশ: ফারজানা হক, ফাহিমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, শারমিন আক্তার,মুর্শিদা খাতুন, রিতু মনি,নিগার সুলতানা(অধিনায়ক),নাহিদা আক্তার, রুমানা আহমেদ,সালমা খাতুন।

ইউএসএ নারী ক্রিকেট দল একাদশ: সিন্ধু শ্রীহর্ষ (অধিনায়ক), আকসাতা রাও, গর্গি ভোগলে, গীতিকা কোদালি, ইশানি ভাগেলা, লিসা রামজিত,মাহিকা কান্দানালা, মোকসা চৌ|ধুরী,শিবানি ভাস্কর, তারা নরিস, উজমা ইফতিখার।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ