23 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অভিবাসী আটক

মালেয়েশিয়া

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরের একটি কারখানা থেকে তাদের আটক করা হয়। খবর দ্য স্টারের।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সি ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। খায়রুল দাজাইমি বলেন, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে তিনি জানান।

এদিকে অভিযানের সময় পাঁচ বিদেশি কর্মীকেও পাওয়া গেছে। মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে, কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ