25 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ আজ

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ আজ

নির্ধারিত সময়ে খুলবে ঢাবি’র হল

বিএনএ, ঢাবি (ঢাকা) : আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে উপস্থিত থেকে ফল প্রকাশ করবেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

গত ২২ অক্টোবর গ ইউনিট ও ২৩ অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এ বছরই প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। গ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন এবং ঘ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ