28 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

শুল্ক প্রত্যাহারের দাবিতে বন্দরে ফল খালাস না করার ঘোষণা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী প্রাইমমুভার পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। গত সোমবার থেকে এই ধর্মঘটের শুরু হয় ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকে প্রাইমমুভার মালিক ও শ্রমিক সংগঠনের নেতা ও শ্রম দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর ফজলার রহমানের আহ্বানে ত্রিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে ধর্মঘট করা শ্রমিক ইউনিয়নের নেতারা এই ঘোষণা দেন।

ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার , ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এমন আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি। যদি দাবি মানা না হয় তাহলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৮৩ মামলা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী বিআইডব্লিউটিসির বহরে যোগ হচ্ছে ১৮ জলযান: নৌ উপদেষ্টা চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাবিতে ছাত্রলীগে লুকিয়ে ছিলেন ছাত্রশিবির-আবদুল কাদের রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেপ্তার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকারি গুদামে রেকর্ড মজুত, বোরোতে সর্বোচ্চ ধান-চাল সংগ্রহের আশা