27 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিতীয় ত্রাণ বহর প্রবেশ করলো গাজায়

দ্বিতীয় ত্রাণ বহর প্রবেশ করলো গাজায়

গাজা

বিএনএ, বিশ্বডেস্ক : মিশর থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে অবরুদ্ধ গাজায় প্রবেশ করেছে দ্বিতীয় ত্রাণ বহর।
১৭টি ট্রাকে করে রোববার(২২ অক্টোবর) এ জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছায় গাজায়। দ্বিতীয় ত্রাণ বহরে সবচেয়ে বেশি ছিল চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।

উল্লেখ্য, শনিবার রাফাহ ক্রসিং দিয়ে প্রথম ত্রাণবহর প্রবেশ করে। প্রথম দফায় ২০ ট্রাকে ছিল -খাদ্য, পানি ও ঔষধ সামগ্রী।তবে,এ ত্রাণ সামগ্রী মাত্র ৩ শতাংশ চাহিদা পূরণ করতে পারবে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।

গাজায় কর্মরত জাতিসংঘের ত্রাণকর্মীরা জানিয়েছেন, এই মুহুর্তে ঔষধের মতোই জরুরি প্রয়োজন জ্বালানির। এই পর্যন্ত একটি ট্যাংকও জ্বালানি তেল নিয়ে গাজায় প্রবেশ করতে পারেনি। গাজায় এখন যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে তাতে এই ২০ ট্রাক ত্রাণ সহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হয়। গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য দৈনিক অন্তত ১০০ ট্রাক ত্রাণ সহায়তার প্রয়োজন বলেও জানান তারা।

বিএনএ/রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ