17 C
আবহাওয়া
৪:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু


বিএনএ, ঢাকা : প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তপন কুমার মন্ডল (৩৮) নামে এক চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে এই দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষ অবস্থায় তপনকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে মারা যান তিনি।

তপন ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের সাবেক চিকিৎসক। ‌বর্তমানে তিনি গোপালগঞ্জে সাহারা খাতুন মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে।

নিহতের স্ত্রী ডা. শর্মিষ্ঠা ঘোষাল বলেন, ‘তপন নিজেই প্রাইভেট কার চালিয়ে ঢাকায় আমার সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি এলাকায় তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত সে। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ