25 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ‌বিএফইউ‌জে নির্বাচন : চট্টগ্রা‌মে যারা জয়ী হ‌লেন

‌বিএফইউ‌জে নির্বাচন : চট্টগ্রা‌মে যারা জয়ী হ‌লেন


বিএনএ, চট্টগ্রাম :বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে)সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ।

বিএফইউজে চট্টগ্রাম অঞ্চল থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ উল আলম এবং যুগ্ম মহাসচিব হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন মহসীন কাজী। চট্টগ্রাম অঞ্চল থেকে নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন আজহার মাহমুদ এবং প্রণব বড়ুয়া অর্ণব।

শনিবার(২৩ অক্টোবর) ভোটগ্রহণ শেষে রাতে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রামের নির্বাচন পরিচালনা কমিটি পৃথকভাবে এই ফলাফল ঘোষণা করেছে।

ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের ১০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

বিএফইউজে নির্বাচন-২০২১

মোট ভোট: 323

সভাপতি:
আবদুল জলিল ভুইয়া-61
আবু জাফর সূর্য-58
ওমর ফারুক-192

সহ-সভাপতি:
তপন চক্রবর্তী-1
নাজিমুদ্দিন শ্যামল-107
রিয়াজ হায়দার চৌধুরী-4
শহীদ উল আলম-193
সরোয়ার আজম মানিক-10

মহাসচিব:
আবদুল মজিদ-24
দীপ আজাদ-238
লায়েকুজ্জামান-44

যুগ্ম মহাসচিব:
আহসান সুমন-5
মহসীন কাজী-190
শহীদুল্লাহ শাহরিয়ার-123

কোষাধ্যক্ষ:
খায়রুজ্জামান কামাল-156
নজরুল কবির-128
মো. আবু সাইদ-22

সদস্য:
আজহার মাহমুদ-173
মিজানুর রহমান ইউসুফ-59
প্রনব বড়ুয়া অর্ণব-152
রুবেল খান-131

বিএনএ/ ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ