বিএনএ বিশ্ব ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ড্রোন হামলায় সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, সংবাদ মাধ্যম আল-জাজিরা।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, এমকিউ-৯ ড্রোন হামলায় বেসামরিক লোকজন হতাহতের কোনো তথ্য মেলেনি।
বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল জন রিগসবি বলেন, আল-কায়েদার জ্যেষ্ঠ এই নেতাকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী সংগঠনটির পক্ষ থেকে মার্কিন নাগরিক, সহযোগী এবং নিরীহ সাধারণ লোকজনকে লক্ষ্য করে বৈশ্বিক হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আল-কায়েদা বর্তমানেও আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি। জঙ্গি সংগঠনটি পুনরায় সংগঠিত হওয়া এবং বাহ্যিক সহযোগিতার জন্য সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে বলে দাবি করেন জন রিগসবি।
বিএনএনিউজ/আরকেসি