16 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলায় সাবেক ওসি মঈন গ্রেফতার

সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলায় সাবেক ওসি মঈন গ্রেফতার

সিলেটের সাবেক ওসি মঈন মাধবপুর থেকে গ্রেপ্তার

বিএনএ সিলেট: সিলেটের কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেফতার করেছে টাস্কফোর্স। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোপীনাথ পুরের ইমাম উদ্দিনের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, ৫৫ বিজিবি’র সহকারী পরিচালক মো.ইয়ার হোসেন গোপন সংবাদের মাধ্যমে খবর পান মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টারবাড়ীতে ( মঈন উদ্দিনের) বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি টাস্কফোর্স গতরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দিন সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক এটিএম তুরাব। মঈন উদ্দিন এসএমপির কোতোয়ালি থানার মামলার এজাহারভুক্ত আসামি।

এ ব্যাপারে মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মু.সাদরুল হাসান খান জানান, বিজিবি সদস্যরা পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনকে ভোররাতে থানায় দিয়ে গেছেন।

 

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ