বিএনএ,ফেনী : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার বলেন, মানবতা দিয়েই বিশ্ব মানবের মাঝে বেঁচে থাকতে চাই।মানুষের জন্য কাজ করলেই আজীবন মানুষের মনে বেঁচে থাকা যায়।মানুষের মৌলিক অধিকার সহ সব ধরনের মানবাধিকারের দিকে সুক্ষ্ম দৃষ্টি রাখতে হবে, যাতে মানবতা লঙ্ঘিত না হয়।
শনিবার(২৩ সেপ্টেম্বর)ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ফেনীর ফুলগাজী উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা কমিটির সভাপতি আনিসুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক ড.মাসুম চৌধুরী।
নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ফেনী জেলা কমিটির সভাপতি সাংবাদিক আলহাজ্ব শহীদ উল্লাহ ভূৃঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম,ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন প্রমূখ।ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে নতুন কমিটিকে বরণ করা হয়।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি/এইচ এ মুন্নী