বিএনএ, ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজন ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০৯ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন।
ফরিদপুর জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তারা হলেন- নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের কালীপদ সরকারের ছেলে কৃষ্ণ সরকার (৪০), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজীব মোল্লা (২৮) এবং সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে তাজুল মোল্লা (৫৫)।
এ নিয়ে জেলায় মোট ৪৪ জন ডেঙ্গু রোগে মারা গেলেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১০ হাজার ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১৯৭ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। আর মৃত্যু হয়েছে মোট ৪৪ জনের।
আরও পড়ুন: বরিশালে বৈরী আবহাওয়ায় ইলিশের সরবরাহ কম
বিএনএনিউজ/বিএম