27 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জাপানে শিক্ষাসফরে যাচ্ছেন ঢাকা ওয়াসার এমডি

জাপানে শিক্ষাসফরে যাচ্ছেন ঢাকা ওয়াসার এমডি

তাকসিম এ খান

বিএনএ ডেস্ক: ছয় সপ্তাহের ছুটিতে আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তবে এই ছুটিতে থাকার সময়ে তিনি ছয় দিনের ‘শিক্ষাসফরে’ জাপান যাবেন। জাপান সফরের সময়ে তাকসিম এ খান দায়িত্বরত থাকবেন বলে সরকারের এক আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের জারি করা আদেশে বলা হয়, আগামী ২ থেকে ৭ অক্টোবর অথবা সম্ভাব্য কাছাকাছি সময়ে ছয় দিনের জন্য শিক্ষাসফরে জাপান যাবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ পাঁচজন। বাকি সদস্যরা হলেন স্থানীয় সরকার সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, স্থানীয় সরকার মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহিদ হোসেন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম। শিক্ষাসফরের সময় সফরকারীরা দায়িত্বরত রয়েছেন বলে গণ্য হবে। এই সফরের খরচ বহন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে তাকসিম এ খানের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতিপত্র জারি করা হয়। তাতে বলা হয়, পরিবারের সঙ্গে দেখা করতে এবং নিজের চিকিৎসা করাতে ছয় সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

স্থানীয় সরকার বিভাগ থেকে জানা যায়, জাপানে শিক্ষাসফরের বিষয়টি অনুমোদনের জন্য এটির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সফরের তালিকাতে ঢাকা ওয়াসার এমডির নামও ছিল। এমডি ছুটিতে থাকায় তাঁর নাম তালিকা থেকে বাদ যাবে বলে ধারণা করেছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমডির নামসহ তালিকা অনুমোদন দেয়া হয়।

তাকসিম এ খান বর্তমানে ডেনমার্কে অবস্থান করছেন। ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ডানিডা) একটি অনুষ্ঠানে অংশ নিতে ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ডেনমার্কে অবস্থান করবেন। এ সফরের অনুমতিও দেয় স্থানীয় সরকার বিভাগ। তাকসিম এ খানের ডেনমার্ক সফরের খরচ বহন করছে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান।

স্থানীয় সরকারমন্ত্রী ও ওয়াসার এমডি জাপান সফরে কী শিক্ষা অর্জন করবেন, সরকারের আদেশে সে বিষয়টির উল্লেখ নেই। তবে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন মহাপরিকল্পনা অনুযায়ী রাজধানীর চারপাশে পাঁচটি পয়ঃশোধনাগার করা হবে। একটি পয়ঃশোধনাগার নির্মাণে অর্থায়ন করবে এডিবি। জাপান সফরের অর্থায়নও করছে এডিবি। টোকিও মেট্রোপলিটনের ব্যুরো অব সুয়ারেজের আওতাধীন পয়ঃশোধনাগার কীভাবে নির্মিত হয়েছে এবং সেগুলোর কাজের প্রক্রিয়া সম্পর্কে জানতে পাঁচ সদস্যদের এ সফর।

চলতি মাসের ৭ তারিখ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে করা আবেদনে যুক্তরাষ্ট্রে বসে অফিস করার অনুমতি চেয়েছিলেন তাকসিম এ খান। তবে অন্য কাউকে এমডির দায়িত্ব না দিয়ে যুক্তরাষ্ট্রে বসে ‘অন ডিউটি’তে থাকার আবেদন নাকচ করে দেয় ঢাকা ওয়াসা বোর্ড। তাকসিম এ খানের ছুটিতে থাকার সময় সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ কে এম সহিদ উদ্দিনকে এমডির অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ