25 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » থাইল্যান্ডকে ১১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

থাইল্যান্ডকে ১১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

ICC Women's T20 World Cup Qualifier

ICC Women’s T20 World Cup Qualifier ২০২২ এর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নারী দল শুক্রবার(২৩ সেপ্টেম্বর) রাতে থাইল্যান্ড নারী দলের মোকাবেলা করছে(Bangladesh Women-Thailand Women)।বাংলাদেশ সময় রাত ৯টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলাটি  শুরু হয়।বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫উইকেট হারিয়ে ২০ওভারে ১১৩রান সংগ্রহ করতে সমর্থ হয়।

থাইল্যান্ড নারী দল ১১৪রানে জয়ের লক্ষে এখন ব্যাট করবে।

বাংলাদেশের ফারজানা হক ১৭ বলে ১১ রানে আউট হন। তাছাড়া মুর্শিদা খাতুন ৩৫ বলে ২৬ রান,নিগার সুলতানা ২৪বলে ১৭ রান, রুমানা আহমেদ ২৪বলে ২৮ রান, শবনম মুশতারি ৬বলে ১০রান, রিটু মনি ১০বলে ১৭ রান করেন।

এর আগে টস জিতে থাই নারী দল প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।

আগের নিউজ : গ্রুপ পর্বের ৩ ম্যাচের সবকটি খেলায় জয় লাভ করে বাংলাদেশ সেমি ফাইনালে উন্নীত হয়।

ICC Women’s T20 World Cup Qualifier ২০২২ গত ১৮সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হয়েছে। টূর্ণামেন্টের সেরা দুটি দল আগামী বছর ২০২৩সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য he 2023 Women’s T20 World Cup এ খেলার যোগ্যতা অর্জন করবে।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, সেইসাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ, সকলেই তাদের T20 র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ