17 C
আবহাওয়া
৫:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি অটোরিকসা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উজ্জল মিয়া নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে অচিন্তপুর ইউনিয়নের গাগলার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জল ওই ইউনিয়নের বাসিন্দা।

গৌরীপুর থানার পরিদর্শক খান আব্দুল হালিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে দিকে মোটরসাইকেলটি গৌরীপুর থেকে শাহগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাগলার মোড়ে যেতেই বিপরিত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী উজ্জল মিয়া নামে একজন মারা যায়। এসময় আহত হয় আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খান আব্দুল হালিম সিদ্দিকী আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ