27.5 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ভক্তদের কী বার্তা দিলেন শাবনূর?

ভক্তদের কী বার্তা দিলেন শাবনূর?

করোনা আক্রান্ত শাবনূর

বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন প্রবাসজীবন পার করছেন অভিনেত্রী শাবনূর। অভিনয় করছেন না চলচ্চিত্রে। তবুও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পর্দায় না পেয়ে অনুরাগীরা তাকে খুঁজে ফেরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই সুযোগে তার নামে খোলা হয়েছে অসংখ্য ভুয়া আইডি। ফলে অনুরাগীদের হতে হচ্ছে প্রতারণার শিকার। শাবনূর নিজেই তা জানালেন এক ভিডিওবার্তায়।

শাবনূর বলেন, ‘আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা জানেন, আমার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে চালানো হচ্ছে। আমি বারবার বলার পরও তাদের থামানো যাচ্ছে না।’

এরপর ভক্তদের প্রতারিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এসব ভুয়া পেজ ও আইডির কারণে আমার ভক্তরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন।

আমার কিছু সহজ-সরল ভক্ত যে মাঝেমধ্যে প্রতারিত হচ্ছেন- সে খবরও বিভিন্ন সূত্রে জেনে আসছি।’

সবশেষে এ অভিনেত্রী তাঁর নামে খোলা ভুয়া আইডিগুলো বর্জন করার আহ্বান জানান। সেই সঙ্গে নিজের ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের লিঙ্কও প্রকাশ করেন ভিডিওতে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ